ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করায় ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:১৫ অপরাহ্ণ

ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় রোজিনা আক্তার নামের কথিত ধর্ষিতা এক নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মশিউর রহমান খান আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে নারী-৫৪২/১৮ নম্বর মামলায় এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার হোছন আলীর মেয়ে। মামলার বাদী একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মো. আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান (রেজা) ঘটনার সত্যতা নিশ্চিত জানান, রোজিনা আক্তার ২০০৯ সালে তার হীন স্বার্থ চরিতার্থ করার কুমানসে একই এলাকার মো. আলীর বিরুদ্ধে মহেশখালী থানায় ধর্ষণ মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি প্রদান করেন বিচারক।

তিনি বলেন, ধর্ষণের মতো কোনো ঘটনা না ঘটা সত্বেও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ২০১০ সালে রোজিনা আক্তারের বিরুদ্ধে এই মামলা করেন মো. আলী। সাজানো কাল্পনিক মামলা দায়ের করে মানহানিসহ ১ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ আনেন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতারক রোজিনা আক্তারকে ওই কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিল।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ৩২ জন সহ ৮৮ জেলে ফিরেছে দেশে