সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গতকাল মঙ্গলবার দিনের ১ম খেলায় শহীদ শাহজাহান সংঘ ২–১ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। শহীদ শাহজাহান সংঘের পক্ষে মো. শাহীন ও আবু বক্কর ১টি করে গোল করেন। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন প্রশান্ত মজুমদার।
দিনের ২য় খেলায় বাংলাদেশ রেলওয়ে এস. এ ১–০ গোলে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে। বাংলাদেশ রেলওয়ে এস. এর পক্ষে একমাত্র গোলটি করেন ইফু রহমান।