চট্টগ্রামের জাকির হোসেন রোডে চালু হলো ‘আরবান টেরেস’ রেস্টুরেন্ট

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৬:১২ অপরাহ্ণ

নগরীর জাকির হোসেন রোডের রহিমস প্লাজায় উদ্বোধন করা হয়েছে এ এন্ড আইফুড এন্ড বেভারেজ-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘আরবান টেরেস’ রেস্টুরেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্ট ব্যবসায়ী হোটেল আগ্রাবাদ-এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ইরাদ আলী।

আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, পরিবার ও প্রিয়জনদের নিয়ে সবুজ সতেজ, সুন্দর ও মনোরম পরিবেশে (শিশুদের খেলাধুলার সুবিধাসহ) আরবান টেরেস রেস্টুরেন্টের এক টেবিলে বসেই উপভোগ করা যাবে ভিন্ন স্বাদের ৫টি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টের সুস্বাদু খাবার।

এগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিখ্যাত আইসক্রিম জেলাটিসিমো যা তৈরি হয় সম্পুর্ণ ফলের নির্যাস থেকে কোনো প্রকার কৃত্রিম রং বা ফ্লেভার ব্যবহার ছাড়া।

চাটাইমে পাওয়া যাবে তাইওয়ানের সুস্বাদু বাবল ড্রিংকস্।

আজুকিকে থাকবে জাপানি ও কোরীয় স্বাদের সুস্বাদু খাবার।

ক্যালকাটা কিচেনে উপভোগ করা যাবে ভারতীয় খাবার।

আর টাইনিটালিয়ানে থাকবে ইতালীয় স্বাদের সুস্বাদু খাবার।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধটাইগারদের জয় দেখালেন দুর্দান্ত শান্ত