নিয়ন্ত্রণহারা লেগুনা ডোবায়, চালক নিহত

আজাদী অনলাইন | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২৮ অপরাহ্ণ

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা ডোবায় পড়ে গেলে নিহত হয়েছেন চালক, আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।

নিহত চালকের নাম আব্দুর রহমান (৫৩) বলে জানা গেছে। তার বাড়ি আনোয়ারা উপজেলায়।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়া ধর বলেন, “সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন আগেই মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ওয়ানশুটার গান সহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু