পুতিনকে হত্যা করতে চেয়েছিল ইউক্রেইন

ক্রেমলিনের অভিযোগ

আজাদী অনলাইন | বুধবার , ৩ মে, ২০২৩ at ৬:৫৭ অপরাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার চেষ্টায় তার সরকারি বাসভবন ক্রেমলিনে ইউক্রেইন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

আজ বুধবার (৩ মে) এ অভিযোগ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা আরআইএ।

ক্রেমলিন থেকে বলা হয়েছে, তারা এ হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা’ হিসাবেই দেখছে এবং এর পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের আছে।

ক্রেমলিনের দূর্গে এ হামলায় দুটো ড্রোন ব্যবহার করা হয়েছে তবে হামলাটি ব্যর্থ হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলোকে নিস্ক্রিয় করে দিয়েছে। পুতিন আহত হননি এবং ভবনেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

আরআইএ বার্তা সংস্থা বলেছে, আগামী ৯ মে রাশিয়ায় বিজয় দিবসের কুচকাওয়াজের আগে এই পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছিল প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর আত্মসমর্পণের এ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে রাশিয়া৷

এই দিবসের কোনো কর্মসূচি পুতিন পরিবর্তন করেননি এবং যথারীতি তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছে আইআরএ।

রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি সামরিক সংবাদমাধ্যমের চ্যানেলে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন হামলার ঘটনার পর উঁচু দেয়াল ঘেরা দূর্গে ক্রেমলিন প্রাসাদের মূল ভবনের পেছনে হালকা ধোঁয়া উড়তে দেখা গেছে তবে ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধলঘুচাপ সৃষ্টি হতে পারে ৭ মে