কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় দু’জন নিহত হয়েছে। তারা হলো উখিয়া ক্যাম্প-২/ইস্ট ডি/৪ ব্লকের মৃত গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ (১৭) ও ৭ ক্যাম্পের সি/৬ ব্লকের আহমেদ হোসেনের ছেলে সামসু আলম (২৩)।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় উখিয়া উপজেলার পালংখালী ৬নং ক্যাম্পের (এফডিএমএন) ডি/২ ব্লকের ২নং পাহাড়ের সামনে খেলার মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার সময় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ২০/৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের (এফডিএমএন) ৬নং ক্যাম্পের ডি/২ ব্লকের ২নং পাহাড়ের সামনে খেলার মাঠে হামলা চালায়।
এতে নুর মোহাম্মদের বুকের নিচে বাম পাশে গুলি লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় সামসু আলমের পিঠেও গুলি করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।
তবে ভিকটিমের পরিবার সহ অন্যন্য রোহিঙ্গারা ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত বলতে পারেনি বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।”
এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।