উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা কিশোর নিহত

আজাদী অনলাইন | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১২:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারে’ দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত ১৩ বছরের মোহাম্মদ ইউছুফ ওই আশ্রয় শিবিরের বি-ব্লকের হামিদ হোসাইনের ছেলে।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, “রাতে আশ্রয় শিবিরের এ-ব্লকের পিএইচডি হাসপাতালের সামনে রাস্তার উপর মোহাম্মদ ইউছুফসহ কয়েকজন শিশু-কিশোর আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত ইউছুফকে মারধর ও লক্ষ্য করে উপর্যুপরি কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, “দুর্বৃত্তদের ছোড়া গুলি মোহাম্মদ ইউসুফের পিঠে বিদ্ধ হয় এবং মারধরে সে গুরুতর আহত হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও অপর একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সোর্স সন্দেহে সে আরসা সন্ত্রাসীদের হাতে খুনের শিকার হয়েছে।“

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের পরিবেশ-বান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ২