উখিয়ায় রোহিঙ্গা যুবককে অপহরণের পর হত্যা

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ১:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশিক এলাহী নামে ২৩ বছরের এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত যুবক উখিয়ার বালুখালি ১১নং ক্যাম্পের ব্লক সি/৭ এর শহিদুল হকের ছেলে।

আজ সোমবার (২৬ জুন) সকালে উখিয়ার বালুখালি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৫৯ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৫৯ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা আশিক এলাহী নামের একজন রোহিঙ্গাকে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধবান্দরবানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত শামসুল