কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ডা. ওয়াক্কাস (৪৫) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের ‘সি/৩’ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী
জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাত সাড়ে ১২টার দিকে উক্ত ব্লকের মৌলভী ইয়াসিনের শেডের সামনে ২৫/৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়।
লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উখিয়া থানা এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।