কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে দৃষ্কৃতকারীদের হামলায় এক রোহিঙ্গা সাব মাঝি(নেতা) ও এক হেড মাঝি নিহত হয়েছেন।
নিহতদের নাম মৌলভী মো. ইউনুস ও মো. আনোয়ার বলে জানা গেছে।
মো. ইউনুস উখিয়া ১৩নং ক্যাম্পের এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিমের ছেলে।
আর মো. আনোয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ।
তিনি জানান, ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারীর দল উখিয়ার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে (মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাব-মাঝি ইউনুস মারা যান এবং হেড মাঝি আনোয়ার গুরুতর আহত হন। ইউনুসের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
গুরুতর আহত অবস্থায় মো. আনোয়ারকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার সময় তিনি মারা যান।
এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ঘটনার পর পরই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।