কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৫ মে) দুপুরে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
গ্রেফতাররা হলো ১৭ নম্বর ক্যাম্পর সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।
এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ বলেন, “দুপুরে ক্যাম্পে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্নরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়।”
এ ঘটনায় দুই ‘দুষ্কৃতকারীকে’ গ্রেফতার করা হয়; তাদের কাছ থেকে দেশে তৈরি ২টি এলজি (লাইট গান) উদ্ধার করা হয়েছে বলে জানান হারুন।
গ্রেফতার ২ জনকে ‘আরসা সন্ত্রাসী’ বললেও নিহতের পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা।
হারুন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।