কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন জানিয়েছে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে উখিয়া উপজেলার বালুখাল ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ।
গ্রেফতারদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা বলে জানান এএসপি ফারুক।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে দু’টি পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়।
ফারুক আহমেদ জানান, ওই ঘটনায় জড়িতরা ক্যাম্পে অবস্থান করছে এমন খবরে এপিবিএনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। ক্যাম্পটির বিভিন্ন এলাকায় অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি একটি বন্দুক ও একটি গুলি জব্দ করা হয়।
এদিকে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাইভ মার্ডারের ঘটনায় এখনও ভুক্তভোগী কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। সেই কারণে এখনও মামলা হয়নি।