ওয়াসা মোড়ে দুই বাসে আগুন

প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ১২:৫৭ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ গেটের সামনে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দু’টি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে।

কারা এটি করেছে নিশ্চিত নয়, পুলিশও কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, “রাত দশটা ৫০ মিনিটের দিকে ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দু’টি যাত্রীবাহী লোকাল বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, বাসে আগুনের ঘটনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মিছিলটি বুধবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে নগরীর লালখান বাজার মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় থেকে শুরু হয়ে ওয়াসার মোড়, আলমাস সিনেমা হল, কাজীর দেউরি মোড় হয়ে নূর মোহাম্মদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় হয়ে লালখান বাজার মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, আওয়ামী লীগের মিছিলের পর বিএনপি’র দলীয় কার্যালয়ে কিছু লোকজন এসে ঢোকার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের বাধা দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিএনপি’র কিছু ব্যানার ছিঁড়ে ফেলে।

পূর্ববর্তী নিবন্ধশামির ৭ উইকেটে ফাইনালে ভারত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা