প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

আজাদী অনলাইন | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৯:৩৭ অপরাহ্ণ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেরাইটি জাতের আনারস পাঠিয়েছেন। 

আজ শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে ৯৮০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়।

আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের পরিচালক ডক্টর ফনি ভূষণ জমাতিয়া ও সহকারী পরিচালক ডক্টর দীপক বৈদ্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারের আনারসগুলো নিয়ে আসেন। 

১০০টি কার্টনে ৯৮০ কেজি আনারস ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের প্রতিনিধি নবুল সোণোয়ালের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন উপহার হিসেবে আনারসগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে ৩ অপহৃত উদ্ধার, গ্রেফতার ৯