পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আজাদী অনলাইন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৬:০৪ অপরাহ্ণ

অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা ও মহাসড়কে রুট পারমিটবিহীন যান ও দ্বিতল বাস চলাচল বন্ধসহ ১৪ দফা দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা দিনব্যাপী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেয় সংগঠনের নেতারা।

প্রচণ্ড গরম এবং সার্বিক দিক বিবেচনা করে ২ ঘন্টা আগেই এ ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। ধর্মঘট প্রত্যাহারের পর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়।

ভোর ৬টায় শুরু হওয়া এ ধর্মঘটের কারণে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

ধর্মঘটের কারণে কক্সবাজার, বান্দরবান জেলা ছাড়াও পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব উপজেলা থেকে যারা পেশাগত কারণে নিয়মিত চট্টগ্রাম শহরে যাতায়াত করেন তারা ভোগান্তিতে পড়েন।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলেন, “প্রচণ্ড গরমে দাবদাহ ও সার্বিক দিক বিবেচনা করে সকাল ৬টায় শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ধর্মঘট ২ ঘন্টা আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিকেল চারটার পর থেকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অ*স্ত্রসহ তিন ডাকাত গ্রে*প্তার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী