টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৫:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আমান উল্লাহ(২১) নামে স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে।

আজ শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন নাফ নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য জালাল আহমদ বলেন, “স্থানীয়দের মাধ্যমে নাফ নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহের খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে নৌ পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।”

স্থানীয়রা জানান, নিহত আমান উল্লাহ সকালে ঝাঁকিজাল নিয়ে হোয়াইক্যং বালুখালীর বাইট্টাজোরা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে তিনি জাল পেঁচিয়ে নদীর স্রোতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, “খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে তবে নৌ পুলিশ ঘটনাটি তদন্ত করবে।”

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র তলদেশে অভিযান স্থগিত করল ওশানগেইট
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে ৩৩২ রানের টার্গেট আফগানিস্তানের