টেকনাফে দুই লাখ ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৬:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা দু’টি পৃথক অভিযানে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে টেকনাফের জীম্বংখালী ও সকালে হ্যাচারখাল নামক এলাকায় অভিযান দু’টি পরিচালনা করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর জীম্বংখালী বিওপি’র একটি চোরাচালান বিরোধী আভিযানিক দল জীম্বংখালী সীমান্তে ইসহাকের ঘের নামক স্থানে বেড়িবাঁধের পাশে জঙ্গলে রাত সাড়ে ৮টার সময় দুই ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে কাঞ্জরপাড়া এলাকার দিকে আসতে দেখে।

তাদের দেখে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে বিজিবি’র টেকনাফ বিওপি’র টহলদল হ্যাচারখাল নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

উক্ত অভিযানে মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও তাদেরকে শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মদসহ গ্রেফতার ওরা ১১ জন
পরবর্তী নিবন্ধগাজায় গ্রিক গির্জায় হামলায় নিহত ১৮