টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৭:১৭ অপরাহ্ণ

টেকনাফে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে মো. জুবায়ের (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক। 

নিহত যুবক সাত সন্তানের জনক এবং টেকনাফের লেদা-২৪ ক্যাম্পের সি ব্লকের ১০৪ নং রুমের মৃত মো. হাকিম আলীর ছেলে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার সময় হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর সি ব্লকে এ ঘটনা ঘটে। 

লেদা রোহিঙ্গা ক্যাম্পে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর রেশ ধরে এই খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) সি ব্লকের অভ্যন্তরে রোহিঙ্গা শরনার্থী সি ব্লকের কালা মিয়া ওরফে বাইলা মাঝির পুত্র ১৭২ নং রুমের শওকত উল্লাহ (২১) ও আবদুল ফয়েজের মেয়ে রুনা আকতার (১৮) মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। বিষয়টি লেদা (এপিবিএন) পুলিশকে জানালে উভয় পক্ষকে নিয়ে ঘটনাটি মীমাংসা করা হয়।

রোহিঙ্গা যুবতী রুনা আকতার বলেন, “তিন বছর ধরে শওকত উল্লাহ তার সাথে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করেছে। একসাথে বিভিন্নভাবে সময় কাটিয়েছে কিন্তু বিয়ের কথা বললে বারবার বাহানা করতে থাকে। এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।”

পরবর্তীতে একই ঘটনার জের ধরে রোহিঙ্গা যুবক শওকত উল্লাহ তার প্রেমিকা রুনা আকতারের চাচা জুবায়েরকে ব্লকের অভ্যন্তরে আজ শনিবার সকালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় জুবায়েরকে আত্মীয়-স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এবং দ্রুত ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি লেদা পুলিশ (এপিবিএন) অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত শওকতকে আটকের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছে বলে জানান নিহতের ভাই আবুল বশর।
 
তিনি জানান, নিহত জুবায়েরে দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। তার পরিবারও নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্হা না নেওয়া পর্যন্ত।” 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মারধরের ঘটনায় জড়িতরা শিগগিরই গ্রেফতার হবে: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বছরের শেষ সূর্যাস্ত দেখল লাখো পর্যটক