পারিবারিক কলহের জেরে এবার কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী।
স্বামীর নাম মো. ইয়াছিন(২০) এবং তার হাতে খুন হওয়া স্ত্রীর নাম পারভীন আক্তার (১৮) বলে জানা গেছে।
আজ সোমবার (১১ এপ্রিল) ভোররাত আনুমানিক ২টার সময় টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের ৭১১/১ নং শেডে এ ঘটনা এটি। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে টেকনাফ ১৬ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যটালিয়ন সদস্যরা।
জানা যায়, টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের কালু হাজীর ছেলে রোহিঙ্গা যুবক মো. ইয়াছিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীন আক্তারকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
সংবাদ পাওয়ার সাথে সাথে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং পারভীনকে উদ্ধার করে আইপিডি হাসপাতালে প্রেরন করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন। সে একই ক্যাম্পেরব ডি-ব্লকের শেড নং-৭১১/১ এর বশির আহমেদের মেয়ে।
টেকনাফ ১৬ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার সময় টেকনাফের উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের
ব্লক-সি/২ এ পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) তার স্বামী মো. সৈয়দুর রহমান(৩২)কে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে খুন করে।