কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ মো. বেলাল হোসেন (১৯) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ সদস্যরা।
আজ শুক্রবার(২৯ এপ্রিল) বিকেল ৩টার সময় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল জুবায়ের হত্যা মামলার আসামি এবং ডাকাত শফি আলমের সহযোগী।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান আজ শুক্রবার দুপুর ৩টার সময় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী মো. বেলাল হোসেনকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করে।
সে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি-ব্লকের আব্দুল হাকিমের ছেলে।
গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর
প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।












