টেকনাফে ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ৭:০০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সংঘটিত দু’টি ডাকাতির ঘটনায় জড়িত দুর্ধর্ষ ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার র‌্যাব-১৫ সদস্যরা। গত ২০ ও ২১ জুন কক্সবাজার সদর ও টেকনাফের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, গত ৭ জুন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

উক্ত ডাকাতির ঘটনায় ডাকাত সদস্যরা কয়েক ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকা ও কয়েকটি স্মার্টফোনসহ অন্যান্য বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

এছাড়াও, গত ১৮ জুন টেকনাফের শামলাপুরে একদল সংঘবন্ধ ডাকাতচক্র রাস্তায় ব্যারিকেড দিয়ে আনুমানিক ১০-১৫ লাখ টাকা ও স্বর্ণসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে।

উক্ত দুই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় টেকনাফে ভীতির সৃষ্টি হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে টেকনাফ মডেল থানায় মামলা হয়।
র‌্যাব-১৫ বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ডাকাতির ঘটনাগুলো জানতে পেরে সংশ্লিষ্ট ডাকাতদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেয়।

এরই প্রেক্ষিতে র‍্যাবের আভিযানিক দল একজন ডাকাতকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে আভিযানিক দল তার গতিবিধি ও কার্যকলাপ পর্যবেক্ষণ করে গত ২০ জুন বিকাল ৪টার সময় কক্সবাজার জেলার সদর উপজেলার মুহুরীপাড়া কুদরতের বাগানে তাদের আস্তানা থেকে মো. সাকিল(২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সাকিল কক্সবাজার পৌরসভা ৩নং ওয়ার্ড দক্ষিণ জানারগোনা নুরুল হক সিকদারের ছেলে।

সে উক্ত দু’টি ডাকাতির ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয় স্বীকার করে এবং অন্যান্য ডাকাত সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়।

উক্ত তথ্যের ভিত্তিতে আটক মো. সাকিলকে সাথে নিয়ে অন্য ডাকাতদের গ্রেফতারের জন্যে অভিযানে বের হয় র‌্যাব-১৫ সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর ল উৎসবে ভবিষ্যৎ আইনজীবীদের ভিড়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫