টেকনাফে আব্দুল করিম হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৯:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে আব্দুল করিম হত্যা মামলায় বাবা-মা ও ছেলেসহ তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) নিশাত সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মো. মকবুলের ছেলে মো. মঞ্জুর ওরফে কল মঞ্জুর, তার ছেলে মো. ফোরকান ও স্ত্রী আমিনা খাতুন।

রায় ঘোষণার সময় মো. মঞ্জুর ও আমিনা খাতুন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মো. ফোরকান পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলার নথির বরাতে ফরিদুল আলম বলেন, “২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় নিজের বসতভিটায় মুরগীর ঘর দেখাশোনা করার সময় আব্দুল করিমকে পূর্ব-পরিকল্পিতভাবে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। পরদিন (২৮ আগস্ট) সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান।”

তিনি বলেন, “এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মো. ফোরকান, তার বাবা মো. মঞ্জুর ওরফে কল মঞ্জুর ও মা আমিনা খাতুনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। একই বছরের ১৭ অক্টোবর আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।”

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ দেড় হাজার টাকায়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পুলিশের নিখোঁজ স্ত্রী আনোয়ারায় উদ্ধার