কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে মো. হাসিম (৩৮) নামের এক মুদি দোকানি।
তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরইতলী এলাকার মো. কাসিমের ছেলে।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টার সময় টেকনাফ সদর ইউপিস্থ বরইতলী এলাকায় ছকিনার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. হাসিম।
তিনি বলেন, “স্থানীয় আলী জোহারের ছেলে মো. ইউনুস (৩০) ও লতা সাব্বিরের ছেলে রবি আলম (২৭) আজ শুক্রবার রাতে বরইতলী গ্রামে আমার মুদির দোকানের সামনে এসে অসৎ উদ্দেশ্য পূরণের জন্য পূর্ব পরিকল্পিতভাবে আমার সাথে কোনো ওজর ছাড়া কথা কাটাকাটি শুরু করে। আমি তাতে বাধা দিলে এক পর্যায়ে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। শুধু তাই নয়, চলে যাওয়ার সময় তারা এই বলে হুমকি দেয় যে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ/মামলা করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশ করে লাশ গুম করবে। পরে আহত আহত অবস্থায় আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়।”
এ ঘটনার বিষয়ে মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান মো. হাসিম।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।