কক্সবাজারের টেকনাফে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টেকনাফ পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (২৪ মার্চ) বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে চার দোকানীকে মূল্য তালিকা না থাকা, অধিক মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপর এক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং প্রতিটি পণ্য যাতে নির্ধারিত মূল্যে ক্রেতাসাধারণের কাছে বিক্রি করা হয় সেজন্য আজকের এই অভিযান।”
তিনি আরও বলেন, “ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা কথা দিয়েছে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবে এবং অতিরিক্ত মুনাফা গ্রহণ করবে না। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র, বিএসটিআই-এর অনুমোদনবিহীন পণ্য মজুদ, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে পণ্য মজুদের দায়ে কয়েকটি দোকানে জরিমানা করেছি।”
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও কামরুজ্জামান।