টেকনাফে নিখোঁজের ৯ দিন পর টমটম চালকের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৩:৪৬ অপরাহ্ণ

নিখোঁজের ৯ দিন পর মরদেহ উদ্ধার হয়েছে কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ (২০) নামের এক টমটম চালকের।

আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১টার সময় হোয়াইক্যং-বাহারছড়া ঢালাতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং গ্রামের বাদশা মিয়ার ছেলে।

গত ১২ জানুয়ারি থেকে টমটম চালক মোহাম্মদের খোঁজ পাচ্ছিল না পরিবার এমনটি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

এ ধরনের ঘটনায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পে আশ্রয় নেওয়া সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশীরা অপহরণ আতংকে দিনাতিপাত করছে।

পাহাড়কেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপগুলোই মূলত এই আতংকের কারণ। টেকনাফের গহীন পাহাড়ে আস্তানা গড়ে বাংলাদেশীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে সন্ত্রাসীরা। সময়ে সময়ে সাধারণ রোহিঙ্গারাও অপহরণের শিকার হচ্ছে। এসব সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে অপহৃতদের হত্যার পর মরদেহ গুম করার অভিযোগও আছে।

পূর্ববর্তী নিবন্ধপেটে ছুরিকাঘাতের চিহ্ন, কর্ণফুলীতে রাস্তার পাশে যুবকের মরদেহ
পরবর্তী নিবন্ধঢাকায় ছিনতাইকালে র‍্যাব সদস্যসহ গ্রেফতার ৩