দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে না পারা তামিম ইকবাল দারুণ ছন্দে ফিরলেন নিজের ঘরের মাঠ চট্টগ্রামে। দারুণ ব্যাটিং করছেন।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। আর চট্টগ্রামে দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে এই মাঠে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এরপর গত ছয় বছরে কোনো সেঞ্চুরি পাননি তামিম নিজের মাঠে।
গতকাল দলের ইনিংস শুরু করতে নেমে এখনো অপরাজিত আছেন তামিম। ২২৮ মিনিট উইকেটে ধেকে ১৬২ বলে নিজের দশম সেঞ্চুরি তুলে নেন তামিম।