তীব্র তাপপ্রবাহ চলার মধ্যেই সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।
সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বৃষ্টির খবর আসে প্রথমে। এরপর সিলেট নগরীতেও হয়ে যায় এক পশলা বর্ষণ।
কোম্পানীগঞ্জের স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেন বলেন, “রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। ক্ষণে-ক্ষণে বাড়তে থাকে বেগ। রাত ১০টার দিকে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। টানা গরমের পর এই বৃষ্টিতে প্রকৃতি শীতল হয়েছে।”
এরপর রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি নামে শহরের কালীবাড়ী এলাকায়। ওই এলাকার মুদি দোকানি ইসলাম উদ্দিন বলেন, “রাত সাড়ে ৯টার পর থেকেই শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। সাড়ে ১০টার পর ৫ থেকে ৭ মিনিট বৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি নামবে, সেটা বাতাস দেখে বোঝা যাচ্ছে।”
বৃষ্টিহীন এপ্রিলে গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম গোটা দেশেই জনজীবন অসহনীয় করে তুলেছে। সোমবার পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে উঠে যায় যা পাঁচ দশকে সর্বোচ্চ।
দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ বইলেও সিলেটে সোমবার বৃষ্টির পূর্বাভাস ছিল।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী রাতে বৃষ্টি হওয়ার পর বলেন, “পুরো সিলেটেই আজ রাতে বৃষ্টি হতে পারে। এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।”