সিলেটে ফের ভূমিকম্প

আজাদী অনলাইন | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৮ অপরাহ্ণ

১২ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উৎপত্তিস্থলে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের আসামের কাছাড়ে।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে নগরের বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, ভূমিকম্প হলেও তাদের অনেকে টের পাননি।

এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।

এরও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় শিক্ষিকার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল ৫ দোকান