নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস সূত্রে জানা গেছে শুক্রবার রাতে সংঘটিতে ৬.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।
স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেপালে সংঘটিত এ ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের নয়া দিল্লী এবং আশপাশের শহরগুলো।
শহরগুলোতে ভূমিকম্পের সময় মানুষজন ঘর থেকে বের হয়ে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুলতে থাকা ফ্যান দেখা যায়।
এ ভূমিকম্পের কম্পন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহারেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।
নেপালে এক মাসের মধ্যে তৃতীয়বার ভূমিকম্প সংঘটিত হলো।
উল্লেখ্য, নেপাল সবচেয়ে সক্রিয় টেকটোনিক অঞ্চলগুলোর একটির উপর অবস্থিত হওয়ায় সেখানে ঘন ঘন ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে।