চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম জিসান বলে জানা গেছে।
আজ রবিবার (১৬ অক্টোবর) পৌনে ১২টার দিকে সে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
মৃত জিসান নগরীর রেলওয়ে পাবলিক হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। তারা সাত বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঝর্ণা দেখতে গিয়েছিল।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, “খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হলে মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু তৈয়ব পরীক্ষা-নীরিক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।”