এঞ্জেলো ম্যাথিউসের দারুণ সেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ভালোই পার করেছে শ্রীলংকা।
প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান।
দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানো লংকানরা দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি।
দিনের শেষ সেশনে আরো দুই উইকেট হারালেও রান তোলে ১০০। ফলে দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে তারা।
ম্যাথিউস অপরাজিত থাকেন ১১৪ রানে। আর চণ্ডীমাল অপরাজিত ৩৪ রানে।
বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন নাঈম। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল এবং সাকিব।