প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৫ অপরাহ্ণ

এঞ্জেলো ম্যাথিউসের দারুণ সেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ভালোই পার করেছে শ্রীলংকা।

প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান।

দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানো লংকানরা দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি।

দিনের শেষ সেশনে আরো দুই উইকেট হারালেও রান তোলে ১০০। ফলে দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে তারা।

ম্যাথিউস অপরাজিত থাকেন ১১৪ রানে। আর চণ্ডীমাল অপরাজিত ৩৪ রানে।

বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন নাঈম। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল এবং সাকিব।

পূর্ববর্তী নিবন্ধসল্টগোলা এলাকায় মজুদকৃত ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুর থেকে হেফজখানা ছাত্রের মরদেহ উদ্ধার