অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিলেন এসপি শফিউল্লাহ

| রবিবার , ২৩ এপ্রিল, ২০২৩ at ১১:৫০ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উদযাপনে দরিদ্র ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে গরিব ও অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ।

শনিবার (২২ এপ্রিল) সকালে নগরের পুলিশ সুপারের বাসভবনে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তাদের সঙ্গে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় পুনাকের সভানেত্রী শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান ও সহ সভাপতি মাজেদা মজিদ জুঁই, হাসনা হেনা বনলতা, সেক্রেটারি জেসমিন আসাদ জুঁই ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকতা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ও কক্সবাজারসহ ২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
পরবর্তী নিবন্ধশৌচাগারে দগ্ধ হয়ে চিৎকার করছিল রাঙ্গুনিয়ার যুবক, হাসপাতালে মৃত্যু