বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে উল্লেখ করে আগামী দুই মাসের মধ্যে ভোজ্যতেল সয়াবিনের দাম আরও এক ধাপ কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, “কিন্তু দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। দুই মাসের মধ্যে তেলের দাম কমে আসবে বলে আশা করছি।”
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) ভারত সফর শেষে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি করেছেন। প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও অ্যাগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী। এছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে।”
তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করেছেন। বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার বলেও তিনি উল্লেখ করেছেন।”
এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারত সফর শেষে সৈয়দপুর বিমানবন্দর আসেন। সেখান থেকে সরাসরি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে পৌঁছান। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।