সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম সাউদার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামীকাল বুধবার (২১ জুন) সকাল ১১টায় একাডেমিক ভবন—৪ এর ৪৫০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামীকাল যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।