দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬৩ জনের মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ১:৪৩ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) নগরীটির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় লাগা এ আগুনে আরও ৪৩ জন আহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসএবিসি জানিয়েছে, জরুরি পরিষেবা ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

কর্তৃপক্ষ বলেছে, কীভাবে পাঁচতলা এ ভবনটিতে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে জরুরি পরিষেবা জানিয়েছে, রাত প্রায় দেড়টার দিকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল কর্মীরা এসেই ভবনটিতে থাকা বাকি লোকজনকে বের করে নিয়ে আসে।

তাদের অধিকাংশই দক্ষিণ আফ্রিকায় থাকা আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।

জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, উদ্ধার পাওয়া অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গণমাধ্যম জানায়, এক পর্যায়ে এ ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু পরে লোকজন এতে ফের বাস করতে শুরু করে।

ঘটনাস্থলে দমকল কর্মী ও জরুরি পরিষেবার অনেকগুলো গাড়ি উপস্থিত আছে।

ভবনটি থেকে বের করে আনা মরদেহগুলো নিকটবর্তী রাস্তার উপর সারিবদ্ধভাবে রেখে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী ফটোসাংবাদিকরা।

পূর্ববর্তী নিবন্ধইমরানকে আরও ১৪ দিন থাকতে হবে কারা হেফাজতে
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী বাসে মিললো ২২ লাখ টাকার হেরোইন