ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৪১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের তথ্য সোমবার রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এম এ খায়ের জানিয়েছেন, ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক
পরবর্তী নিবন্ধসিত্রাংয়ের প্রভাবে পানি বাড়ছে সেন্টমার্টিনে