কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টো পথে আসা ভ্যানচালক নিহত

আজাদী অনলাইন | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৯:২৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম মো. বাবুল (৫০) বলে জানা গেছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) বিকেলে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো.বাবুল বরগুনা জেলার বেতাগী থানার মৃত সুরত আলীর ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দীন বলেন, “একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে উল্টো পথে আসা ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধচৈত্র সংক্রান্তিতে রাউজানের মহামুনিতে আদিবাসীদের ঢল