চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে গিয়ে পথ হারানো তিন পর্যটককে উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার বিকালে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
উদ্ধার হওয়া তিন পর্যটক হলেন জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও মো. আলাউদ্দিন (৩৬)।
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এই তিন কর্মকর্তা নোয়াখালী থেকে বেড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে এসেছিলেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজ্জাক জানান, তিন সহকর্মী মিলে সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে এসেছিলেন। পার্কে ঘুরতে ঘুরতে তারা গহীনে চলে যান এবং পথ হারিয়ে ফেলেন।
তিনি জানান, উদ্ধার হওয়া তিন পর্যটক ফায়ার সার্ভিসকে জানিয়েছে প্রায় তিন ঘণ্টা পার্কের ভেতর ঘুরে পথ খুঁজে না পেয়ে উদ্ধার করার জন্য টেলিফোনে ফায়ার সার্ভিসের সহায়তা চায়।
ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের রেসকিউ টিম পার্কে গিয়ে গুগল ম্যাপে তাদের অবস্থান শনাক্ত করে সাইরেন বাজিয়ে তাদের উদ্ধার করে আনে।
উদ্ধারের পর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের হোটেলে পৌঁছে দেন বলে জানান উপ-সহকারী পরিচালক রাজ্জাক।