সীতাকুণ্ডে গলায় তার প্যাঁচানো মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডের সলিমপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো. নুরুন নবী (৫২) নামে ওই ব্যক্তির গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সাঙ্গু-অক্সিজেন সড়ক এলাকায় পোড়া তেলের ডিপো থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নুরুন নবী ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সি সমাপুর গ্রামের বজলুল রহমানের ছেলে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, নুরুন নবী ওই এলাকায় জনৈক ওসমান নামে এক ব্যক্তির পোড়া তেলের ডিপোতে কাজ করতেন।

সেখানে স্ক্র্যাপ জাহাজ থেকে পোড়া তেল সংগ্রহ করে বিক্রি করা হতো। ওই ডিপোর একটি কক্ষে থাকতেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, “ওই ব্যক্তির গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধ৪৫ বছরে প্রথম
পরবর্তী নিবন্ধচাকরির বাজারে নিজের যোগ্যতা প্রমাণের জন্য চাই দক্ষতা অর্জন