সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৫ জুন, ২০২২ at ১২:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।

ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত নিশ্চিত করেছেন।

এছাড়া আহত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত নয়টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে আনা হচ্ছে। ছবি: আজাদী

রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

রাত সাড়ে ৯টার পর বিএম ডিপোতে আগুনের সূত্রপাত হয় যা নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।

আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে একুশজন কর্মী। এছাড়া এক পুলিশ কন্সটেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে তাদের থানার কন্সটেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত পাঁচ কন্সটেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এ ঘটনায় নিহতদের মরদেহ দেখা যায়।

সেখানে কান্নারত ফরহাদ হোসেন জানান, তার চাচাতো ভাই মোবিন ওই ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি বাঁশখালী। বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলাইনের গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা কাল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু