রহমত উল্লাহ বাটপার

শাকিব এবার ডিবি কার্যালয়ে

আজাদী অনলাইন | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৮:০৫ অপরাহ্ণ

প্রযোজক রহমত উল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। রহমত উল্লাহ গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শাকিব খান বলেন, “রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে এমন দেশের লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।”

তিনি বলেন, “ভুয়া প্রযোজক নামধারী বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। অনেক চেষ্টার পরেও, অনেক বোঝানোর পরেও গুলশান থানার ওসি আমার মামলাটি নেয়নি।”

ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমত উল্লাহ একা ছিল না, রহমত উল্লাহর পেছনে আরও অনেক লোক ছিল। না হলে এ বাটপার রহমতুল্লাহ এফডিসির ভেতরে গিয়ে আমাদের তিন থেকে চারটি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্যগুলো দিয়ে, ভুয়া বিচার চাইতে পারতো না।

পূর্ববর্তী নিবন্ধবৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধপর্যটন নগরীতে ছুরিকাঘাতে পর্যটকের মোবাইল-টাকা ছিনতাই