তুরস্কে দ্বিতীয় ভূমিকম্পের আঘাত

আজাদী অনলাইন | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩০ অপরাহ্ণ

তুরস্কে ৭ দশমিক ৫ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় যুক্তরজা্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল এলবিস্তানের অবস্থান গাজিয়ান্তেপ শহরের উত্তরে ৮০ মাইল দূরে।

এর আগে আজ ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে দুই দেশের বহু মানুষ হতাহত হন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গাজিয়ান্তেপ প্রদেশে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, এটি আফটারশক (ভূমিকম্পের পরবর্তী কম্পন) নয়। এটি সকালেরটি থেকে আলাদা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৫।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, প্রথম ভূমিকম্পে শুধু তুরস্কেই ৯১২ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে ৫,৩০০ জন।

সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে তাদের দেশে ৩৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ‘জুস খেয়ে’ একই পরিবারের অসুস্থ ৮, হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধঘরছাড়া নিঃসন্তান গীতা বিশ্বাসের পাশে জেলা প্রশাসন