সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আজাদী অনলাইন | সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:৫৬ অপরাহ্ণ

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে।

আজ সোমবার(৩০ মে) আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণাঞ্চলে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী পাঁচ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। জুন মাসের মাঝামাঝি তা দেশের সর্বত্র বিস্তার লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে স্ত্রীকে হত্যা করে কৃষি কাজ করছিলেন রাঙ্গুনিয়ার পাহাড়ে, অবশেষে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ১১ অটোরিকশা আটক, ২২ হাজার টাকা জরিমানা