মায়ের সঙ্গে অভিমান, ছারপোকা মারার ওষুধ খেয়ে মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:৫১ অপরাহ্ণ

মায়ের সঙ্গে অভিমান করে ছারপোকা মারার ওষুধ খেয়ে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম জয়ন্তী দাশ (১৪) বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় মাবুদ ম্যানশনের চারতলায় এ ঘটনা ঘটে।

জয়ন্তী দাশ, একই এলাকার স্বপন দাশের মেয়ে। সে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

মরদেহের সুরতহাল করা বাকলিয়া থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) নিদর্শন বড়ুয়া বলেন, “জয়ন্তীর সঙ্গে বাসায় তার মায়ের বিভিন্ন কথাবার্তা নিয়ে রাগারাগি হয়েছিল। এছাড়াও বাসা থেকে বের হওয়া নিয়ে জয়ন্তী দাশের সঙ্গে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিমান করে ছারপোকা মারার ওষুধ খেয়েছিল জয়ন্তী, এটাতে তার মৃত্যু হয়। বাসা থেকে ছারপোকা মারার ওষুধ উদ্ধার করা হয়েছে।”

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “অচেতন অবস্থায় বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জয়ন্তী নামে এক শিক্ষার্থীকে বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধদুই ভাইকে কুপিয়ে আহত করল এক ভাই
পরবর্তী নিবন্ধপাহাড় কেটে দেয়াল নির্মাণ করায় পরিবেশ অধিদপ্তরের মামলা