“আপনার এইচএসসি পাশ করা মেয়ে উপবৃত্তি পেয়েছে” এমন কথা বলে এক অভিভাবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে প্রতারকরা।
এমনই অভিযোগ করেছেন বোয়ালখালীর বাসিন্দা ওসমান গণি নামে এক অভিভাবক।
তিনি বলেন, “আমার ফোনে +8801783841712 নম্বর থেকে একটি কল আসে আজ বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায়। আমাকে জানানো হয় এটা চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে কল করা হয়েছে৷ আমার এইচএসসি পাশ করা মেয়ে কাসপিয়া সুলতানা উপবৃত্তি পেয়েছে ৯ হাজার ৭০০ টাকা। টাকাটা উত্তোলন করতে হলে +8801704593489 নম্বরের হোয়াটসঅ্যাপে আমার ব্যাংকের এটিএম কার্ডের দুই পাশের ছবি যেন পাঠিয়ে দেওয়া হয়।”
তিনি কার্ডের ছবি পাঠাতে কিছুটা দেরি করলে প্রথম নম্বরটি থেকে একটানা সাতবার কল করে জানানো হয় দেরি করলে টাকাটা উনি আর পাবেন না।
এতে ওসমান গণি সাহেবের সন্দেহ হলে তিনি বিষয়টি তার জামাতা দাঊদ আরমানকে জানান।
দাঊদ এই প্রতিবেদককে জানান, তার শ্বশুরের কোনো এটিএম কার্ড নেই এবং তিনি তাকে প্রতারকদের কথামতো কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে বলেন।
উপরোক্ত দু’টি নম্বরে একাধিকবার কল করা হলে প্রতিবারই বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, +8801704593489 নম্বরের হোয়াটসঅ্যাপটির প্রোফাইলে বাংলাদেশ সরকারের লোগোও ব্যবহার করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীম বলেন, “প্রতারকরা অনেক দিন থেকেই এসএমএস পাঠিয়ে ও ফোন করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ-নগদের মাধ্যমে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে। এ ব্যাপারে সতর্ক করার জন্য আমরা নোটিশ দিয়ে ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিষয়টি তুলে ধরে সবাইকে সতর্ক করি।”
তিনি অভিভাবকদের এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড কোনো ধরনের বৃত্তির টাকা প্রদান করে না বলেও জানান তিনি।