সৌদি আরবে এসি বিস্ফোরণে বাঁশখালীর যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২৭ অপরাহ্ণ

পরিবারের নিজের এবং ভাগ্য পরিবর্তনের জন্য সৌদি আরবে গিয়ে এসি বিস্ফোরণে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ হেলাল (২৬) আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৃত্যুুবরণ করেন।

নিহত হেলাল কালীপুর ইউনিয়নের বাগুয়ান পাড়ার মৃত মো. ইসহাক মিয়ার পুত্র।

বিগত কয়েক মাস আগে তিনি সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান।

কালীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা বলেন, “পরিবারের লোকজন ও সেখানকার প্রবাসীদের কাছ থেকে জানতে পেরেছি আজ বৃহস্পতিবার সকালে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তার লাশ দেশে আনা হবে কি না তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এদিকে, সৌদি আরবের রিয়াদে এসি বিস্ফোরণে মোহাম্মদ হেলালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে হামলার শিকার জেলা প্রশাসনের কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধআগুনে পুড়ে গেল বাঁশখালীর মোমেনের বিদেশ যাওয়ার স্বপ্ন