সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ এপ্রিল, ২০২৩ at ১০:২১ অপরাহ্ণ

সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছে। নিহতের নাম ইমরান হোসেন রকি (২৪)।

একই ঘটনায় আরিফুল ইসলাম মুন্না নামের অপর একজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়ার ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন রকি সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্যম চরপাড়ার কামাল হোসেনের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বিকালে ইমরান হোসেন রকি ও আরিফুল ইসলাম মুন্নাসহ ৮-৯ জন বন্ধু মিলে ৪টি মোটরসাইকেল নিয়ে বাঁশখালীতে বেড়াতে যাচ্ছিল। তারা সড়কের এওচিয়ার ছনখোলা যাত্রী ছাউনি এলাকায় পৌঁছার পর সামনে অপর একটি মোটরসাইকেল চলে আসলে তাদের মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করতে হয়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান হোসেন রকি ও আরিফুল ইসলাম মুন্না মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্ত্বব্যরত চিকিৎসক ইমরান হোসেন রকিকে মৃত ঘোষণা করেন এবং আহত আরিফুল ইসলাম মুন্নাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহায় রাস্তা নিয়ে বিরোধে মা-ছেলে নিহত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডুবো ট্রলারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২