সাতকানিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। তার নাম মুন্সি বোরহান উদ্দিন (৫৮)।
আজ শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় তার মৃত্যু হয়। মুন্সি বোরহান উদ্দিন ফেনীর ফুলগাজী এলাকার মৃত মেজবাহ উদ্দিনের ছেলে।
কেরানীহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জিল্লুর রহিম জানান, ট্রাফিক পুলিশ সদস্য মুন্সি বোরহান উদ্দিন আজ সকাল ৮টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটে দায়িত্ব পালন করছিলেন। তিনি বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ সড়কের উপর ঢলে পড়ে যান। পরে পুলিশের অন্য সদস্যসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডা. নাজিয়া তাসনিন জানান, ইউনিফরম পরিহিত অবস্থায় এক পুলিশ সদস্যকে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। মূলত: হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, বোরহান উদ্দিন একজন দায়িত্ববান পুলিশ সদস্য ছিলেন।কেরানীহাটে দায়িত্ব পালনকালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বোরহান উদ্দিনের মরদেহ ফেনীর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, ট্রাফিক পুলিশ সদস্য মুন্সি বোরহান উদ্দিন ১৯৮৭ সালে চাকরিতে যোগদান করেন।