সাতকানিয়ায় গরু চোরের গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তার নাম মো. নাছির উদ্দিন (৪২)।
এসময় চোরের দল দুইজনের ৫টি গরু লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার কেঁওচিয়ার আমতল ও হাদিয়ার মার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন রাত আড়াইটার দিকে ৬-৭ জনের সংঘবদ্ধ চোরের দল কেঁওচিয়ার বায়তুল ইজ্জত আমলত এলাকার আলী আহমদের পুত্র মো. নাছির উদ্দিনের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে নাছির ঘর থেকে বের হয়ে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। তখন চোররা গুলি ছুড়তে ছুড়তে গরু নিয়ে পালিয়ে যায়। এতে নাছির গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, একই চোরের দল পার্শ্ববর্তী হাদিয়ার মার পাড়া এলাকা থেকে মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তির গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, “কেঁওচিয়ার আমতল ও হাদিয়ার মার পাড়া এলাকা থেকে কয়েকটি গরু চুরি হয়েছে বলে শুনেছি। এসময় চোরের ছোড়া গুলিতে গরুর মালিক নাছির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি। তবে সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।”