চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে তালেবান রাষ্ট্রে পরিণত হবে দেশ। পথেঘাটে পড়ে থাকবে মানুষের লাশ। দেশ তখন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। ফলে আগামী নির্বাচন এদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ শুরু করতে হবে।”
তিনি সাতকানিয়ার ধর্মপুর জলদাশ পাড়ায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে আজ শুক্রবার (৯ জুন) বিকালে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আরো বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পদ্মাসেতু নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, দোহাজারী-গুমধুম রেল লাইন ও বঙ্গবন্ধু টানেলসহ মেগা প্রকল্প ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের ফলে এসব কিছু সম্ভব হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নাই।”
ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মফিজ উদ্দিন, কামাল উদ্দিন, সম্ভো দাশ, হাসান উল্লাহ রাশেদ, বুলা মজুমদার, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, হেলালুর রহমান, আবু তৈয়ব, লিটন পাইক, ইউপি সদস্য হুমায়ুন কবির চৌধুরী অহিদ, সনাতন দাশ, ইদ্রিচ মিয়া ও আবদুল খালেক।